২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে চার শহীদের স্মরণে চারটি বৃক্ষরোপণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪’-এর শহীদদের স্মরণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচির আওতায় চারজন শহীদের নামে চারটি স্মৃতিবৃক্ষ রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি মনিরুজ্জামান মন্টু, এনসিপি জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, জেলা বন কর্মকর্তা রেজাউল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

কর্মসূচিতে শহীদ রুবেলের স্মরণে বকুল, শহীদ নাঈমের নামে আমলকি, শহীদ সাজ্জাদের নামে আগর এবং শহীদ কালামের স্মরণে লটকন গাছ রোপণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “এই চারটি বৃক্ষ শুধু শহীদদের স্মরণ নয়, বরং আমাদের আগামী প্রজন্মকে মুক্তির সংগ্রামের সাহসিকতা ও ত্যাগের ইতিহাস মনে করিয়ে দেবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top