নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে আবেগতাড়িত সিদ্ধান্ত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেছেন, “কোনো ভুল সিদ্ধান্ত যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না করে।” শনিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় (ভার্চুয়ালি) তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করে বলেন, “সাম্প্রতিক কিছু ঘটনা জনমনে সংশয় সৃষ্টি করেছে। কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে জিজ্ঞাসা রয়েছে।” তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সময়ক্ষেপণের সম্ভাব্য চেষ্টাকে মোকাবিলায় গণতন্ত্রকামী সকল শক্তিকে সতর্ক থাকার পরামর্শ দেন।
বিএনপি নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখুন। গণতন্ত্রে বিশ্বাসী জনগণ ও রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে।” তিনি জোর দিয়ে বলেন, “জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করলে কোনো আয়োজনই টেকসই হবে না। আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, “১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। কেবল স্লোগান দিয়ে নয়, যোগ্য নেতৃত্ব গড়ে তুলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব।” তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে ভূমিকার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ পরিবারদের পুনর্বাসনে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “ঘোলা পানিতে মাছ শিকার” এর সাথে তুলনা করে সতর্কতা জারি করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শহীদ পরিবারের সদস্য, শিক্ষক ও ছাত্রনেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।