আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। মাত্র ১৫ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে তিনি এই অবস্থায় ছিলেন। গালফ নিউজের প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে এবং প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র। ২০০৫ সালে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।
আমেরিকা ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফিরে আসেনি। এরপর থেকেই তিনি কোমায় ছিলেন। দীর্ঘ দুই দশক ধরে তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদ ছেলের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করেছেন। অনেকেই লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা মানতে রাজি হননি।
কয়েক বছর আগে প্রিন্স আল ওয়ালিদের পরিবার কিছু ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় কুরআন তেলাওয়াত শুনে তিনি সামান্য সাড়া দিচ্ছেন। এই দৃশ্যগুলো অনেকের মনে আশার সঞ্চার করেছিল।
সৌদি আরবের একটি বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হলে রাজপরিবারসহ গোটা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়ে। দীর্ঘদিন কোমায় থাকার কারণে তিনি ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত যুবরাজ’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার মৃত্যুতে সৌদি রাজপরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।