২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েরদের কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় মন্তব্য করে বলেছেন, “তার অপরাধ ক্ষমার অযোগ্য, বিচার অনিবার্য।” রোববার রাজধানীর শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ‘গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।

জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রতিটি শহীদের স্মরণে একটি করে নিমগাছ রোপণ করা হয়। মির্জা ফখরুল জুলাই আন্দোলনে নিহত এক শহীদের মায়ের বেদনাদগ্ধ স্মৃতিচারণ তুলে ধরে বলেন, “যে সন্তানকে দেখে পরিবার ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জীবিত না মৃত – তা না দেখেই লাশগুলো ভ্যানে তোলা হয়েছে, পরে পুড়িয়ে ফেলা হয়েছে।”

তিনি প্রশ্ন তোলেন, “একটি স্বাধীন দেশে, যার জন্য আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি, সেখানে করদাতাদের টাকায় বেতন পাওয়া পুলিশ কিভাবে এমন পাশবিকতা করতে পারে?” বিএনপি নেতা দৃঢ়ভাবে জানান, “হাসিনা মানবজাতির জন্য কলঙ্ক, মাতৃত্বের জন্য কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এই অপরাধীদের বিচার করা, দ্বিতীয়ত শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা।”

মির্জা ফখরুল বিএনপির পক্ষ থেকে বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন, যার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, “‘আমরা বিএনপি পরিবার’ ইতিমধ্যেই এই কাজ শুরু করেছে। নির্বাচন হবেই, এবং আমাদের দায়িত্ব হবে এই বীরদের স্বপ্ন বাস্তবায়ন করা।”

অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে অম্লান রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top