মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা খালুয়ার পুল সংলগ্ন এলাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ ক্যানেলের প্রায় ৪০ ফুট জায়গাজুড়ে পার ভেঙে পড়েছে। এতে ক্যানেলের পানি আশপাশের বিস্তীর্ণ ফসলি জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।
প্রত্যক্ষদর্শী ও কৃষকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ক্যানেলের পার অংশে ধসের সম্ভাবনা থাকলেও কোনো সংস্কার কাজ হয়নি। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে শেষ পর্যন্ত বড় ধরণের ভাঙনের ঘটনা ঘটে। এতে ধানের চারা, শাকসবজি সহ অন্যান্য ফসল ডুবে যাওয়ার শঙ্কায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
এক কৃষক সাংবাদিকদের বলেন, “দিনরাত পরিশ্রম করে জমিতে চারা রোপণ করেছি। এখন অতিরিক্ত পানিতে সব কিছু নষ্ট হওয়ার পথে। যদি দ্রুত সংস্কার না হয়, আমাদের পুরো মৌসুমই ক্ষতির মুখে পড়বে।”
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক কৃষক বলেন, “এটা কোনো আকস্মিক ঘটনা নয়। বহুদিন ধরে আমরা বলছি, কিন্তু কেউ শোনেনি। আজ বড় ক্ষতির মুখে।”
স্থানীয়দের অভিযোগ, ভাঙন সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ শুরুতে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তবে দাবি জোরালো হওয়ার পর শনিবার (২০ জুলাই) থেকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে জরুরি মেরামতের কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, “ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে দ্রুত পানি ঠেকানোর চেষ্টা চলছে। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।”
তবে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক জিও ব্যাগে সমস্যার সমাধান হবে না। তাঁরা স্থায়ী ও টেকসই মেরামতের দাবি জানিয়েছেন, যাতে আগামী মৌসুমে আবারও এমন বিপদের মুখে না পড়তে হয়।