আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২০ জুলাই) তার দপ্তর থেকে জানানো হয়, নষ্ট খাবার গ্রহণের ফলে তিনি পানিশূন্যতা ও অন্ত্রের প্রদাহে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে আগামী তিন দিন তিনি বাসা থেকে সরকারি কাজ পরিচালনা করবেন।
হাদাসা আইন কেরেম হাসপাতালের চিকিৎসক ডা. আলোন হার্শকো নেতানিয়াহুর বাড়িতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর সোমবার ও মঙ্গলবার নির্ধারিত তার দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে।
৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছর ধরে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এছাড়া গত মার্চে হার্নিয়া অপারেশন এবং ডিসেম্বরে প্রস্টেট অপারেশন করা হয়। চলতি বছর মার্চে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি কয়েক দিন কর্মবিরতিতে ছিলেন।
নেতানিয়াহুর অসুস্থতার কারণে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার অনুপস্থিতিতে মন্ত্রিসভার জরুরি বৈঠক উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পরিচালনা করছেন। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যেই নেতানিয়াহুর এই অসুস্থতা দেশটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।