নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম. আমজাদ খান Mistral AI অ্যাপসে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণার অভিযোগে তদন্তের আবেদন করেছেন। ২১ জুলাই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের কাছে তিনি সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য লিখিত আবেদন জমা দেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, Mistral AI নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের সাথে প্রতারণার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তিনি এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।