নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামক একটি ফেসবুক পেজের পোস্ট নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। পেজটি ২০ জুলাই একটি স্ট্যাটাসে দাবি করেছিল, একটি স্কুল ভবন ধসে পড়বে এবং অনেক শিশুর প্রাণহানি ঘটবে। তবে ফ্যাক্ট চেকাররা দ্রুতই এই দাবিকে ভিত্তিহীন প্রমাণ করেছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির তার ফেসবুক পোস্টে স্পষ্ট করে বলেন, এই পেজের সঙ্গে বিশ্বখ্যাত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কোনো সম্পর্ক নেই। বরং এটি একটি অনলাইন জুয়া প্রমোট করার পেজ, যার অ্যাডমিনরা মূলত নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে পরিচালিত হয়। তাদের মূল উদ্দেশ্য নতুন সদস্য সংগ্রহ করে জুয়ার ব্যবসা বাড়ানো।
শিশির আরও উল্লেখ করেন, পেজটির ভাইরাল হওয়া পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ ছিল না এবং স্কুল ভবন ধসে পড়ার কথা বলা হলেও বাস্তবে তা ঘটেনি। দুর্ঘটনায় নিহতরা বিমান বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট অগ্নিকাণ্ডে মারা গেছেন, যা পোস্টের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মেলে না।
মজার বিষয় হলো, এই ঘটনার পর পেজটি হঠাৎ করেই বাংলাদেশ বিষয়ক একের পর এক পোস্ট দেওয়া শুরু করে এবং ভবিষ্যদ্বাণী করতে থাকে যে আগামী কয়েক সপ্তাহে দেশের কোনো মার্কেটে বোমা বিস্ফোরণ ঘটবে। বিশেষজ্ঞরা এটিকে স্পষ্টভাবে জুয়া পেজের ‘এনগেজমেন্ট বাড়ানোর কৌশল’ বলে চিহ্নিত করেছেন, যারা বাংলাদেশিদের মনোযোগ আকর্ষণ করে তাদের জুয়ার পেজে নিয়ে যেতে চায়।
এই ঘটনা সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনো অজানা সোশ্যাল মিডিয়া পেজের ভবিষ্যদ্বাণী বা গুজবে কান না দিয়ে শুধুমাত্র বিশ্বস্ত সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র থেকে তথ্য নেওয়া উচিত।