২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, “মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তের জন্য শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে বিবেচনায় নিয়ে এই কমিটি কাজ করবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। ন্যায্য সকল দাবি মেটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

একই পোস্টে মাহফুজ আলম জানান, সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কাজ করছে। বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, উত্তরায় বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও বিভিন্ন দাবির মুখে সরকারের এই সিদ্ধান্ত এসেছে। এর আগে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করেছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top