২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বেরোবিতে নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য স্ক্যানডেনেভিয়ান দেশ নরওয়েতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নরওয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সারাবিশ্বের শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। উপাচার্য বলেন, আজকের সেমিনার বেরোবির শিক্ষার্থীদের ইউরোপের দেশ নরওয়েতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগগুলো খতিয়ে দেখতে সহায়ক ভূমিকা রাখবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে মেধাভিত্তিক ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করতে একাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি গবেষণা কার্যক্রমে সম্পৃত্ত হতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।

বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব ইনল্যান্ড নরওয়ের পিএইচডি গবেষক নিশাত আরেফিন মন্ডল নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top