২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘গুলি করি, মরে একটা’ বলা বিতর্কিত সেই সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা’ বিতর্কিত মন্তব্যের পর ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাকে অনুপস্থিতির দিন থেকেই সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে আলোচনায় ইকবাল হোসাইন বলেছিলেন, “গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।” এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হলে তা তীব্র সমালোচনার সৃষ্টি করে।

সরকারি সূত্রে জানা গেছে, শুধু বিতর্কিত মন্তব্যের জন্য নয়, দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকাও এই শাস্তির অন্যতম কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top