নিজস্ব প্রতিনিধি:
অ্যাননটেক্স গ্রুপের ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আবুল বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে তার ক্ষমতার অপব্যবহার করে এই ঋণ জালিয়াতি করেছেন। তিনি আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী শাহিনুর রহমান রিমান্ডের বিরোধিতা করায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ স্পিনিং লিমিটেড ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক থেকে এই ঋণ নেয়। বিশেষ করে ২০১৩-১৪ সময়ে, যখন বারকাত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন, তখনই বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, আবুল বারকাত ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো জনতা ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ মোট ২৩ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।