২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সচিবালয়ে হামলার ঘটনায় ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

সচিবালয়ে অবৈধ প্রবেশ, সরকারি যানবাহন ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে ১,২০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলাটির এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা ও এইচএসসি পরীক্ষা স্থগিতকে কেন্দ্র করে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্বার্থান্বেষী গোষ্ঠী সচিবালয়ের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে এবং কর্তব্যরত পুলিশ, সেনা ও আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এতে বেশ কিছু নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।

ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে দায়ের করা এ মামলায় শিক্ষার্থী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা, হত্যাচেষ্টা ও আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ তদন্তে সহায়তা করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আন্দোলনকারীরা প্রথমে শিক্ষা ভবনের সামনে সমবেত হলেও পরে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো সত্ত্বেও তারা সচিবালয়ের মূল গেট ভেঙে ফেলে। এ সময় সরকারি গাড়ি ভাঙচুর ও গুরুত্বপূর্ণ দপ্তরের সামনে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top