মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার রাজাপুরে শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক ভ্যান চালককে বাড়ী থেকে ধরে নিয়ে পিটিয়ে ও নির্যাতনের পর হত্যা করে। রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
এ ঘটনায় বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার সময় অভিযান চালিয়ে শাশুড়ী ও পুত্রবধুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
জানাগেছে, গত ১৭ মে বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে রুপল শেখকে শাম বিশ্বাসের বাড়ীর ভিতর নিয়ে যায়। তার বাড়ীর আঙ্গিনায় মিথ্যা চুরি ও গৃহবধুর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপল শেখকে এলোপাথারী ভাবে মারধর করে। মারধরে রুপলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই রুপলের মামা মোঃ কালাম মোল্যা বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ রাতেই ৪জনকে গ্রেপ্তার করে। পরে রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্ত ভার প্রদানের পর থেকেই অপরাধী সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার শাশুড়ী রাহেলা পারভীন ও তার পুত্রবধু রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।