আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) আঙ্গারা এয়ারলাইন্সের এই বিমানটি আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাত্রাকালে রাডার থেকে হারিয়ে যায়। পরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেলে নিহতের সংখ্যা ৫০ বলে নিশ্চিত করা হয়।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় ও আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভের বরাত দিয়ে জানানো হয়েছে, বিমানটিতে ৪৩ জন যাত্রী (যার মধ্যে পাঁচ শিশুও ছিল) এবং ছয় ক্রু সদস্য ছিলেন। তবে জরুরি মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা প্রায় ৪০ জন উল্লেখ করা হয়েছে।
গভর্নর অরলভ টেলিগ্রামে জানান, বিমানটির অনুসন্ধানে প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। বিমানটি চীন সীমান্তের কাছাকাছি আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। রাশিয়ার কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আঙ্গারা এয়ারলাইন্স সাইবেরিয়া ভিত্তিক একটি বিমান সংস্থা। দেশটির প্রত্যন্ত অঞ্চলে এয়ারলাইন্সটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। গত কয়েক বছর ধরে রাশিয়ায় বিমান দুর্ঘটনা বেড়েছে, যার বেশিরভাগই প্রযুক্তিগত ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের ঘাটতিকে দায়ী করা হয়।