ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
’সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এই উপলক্ষে এক আনন্দঘন র্যালির আয়োজন করেছে তারা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সমাজবিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
এই সময় শিক্ষার্থীরা, ‘শুভ শুভ শুভদিন’, ‘তরুণ কলামের জন্মদিন’, ‘সপ্তম বছরে পদার্পণ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’, ‘দেশপ্রেম নির্ভীক,জগন্নাথের কলাম সৈনিক’, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক ,লেখনীর ধারা’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন,”বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের অন্তরে দেশ ও মানবতার ভালোবাসা জাগিয়ে তোলে। লেখার মাধ্যমে সত্য তুলে ধরার সাহস শেখায়। আমরা গর্বিত এমন একটি সৃজনশীল সংগঠনের অংশ হতে পেরে।”
জবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন,”এই ফোরামের হাত ধরে শত শত তরুণের সুপ্ত প্রতিভা জেগে উঠছে। দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যুক্ত আছে, যারা কলমের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। আমাদের স্বপ্ন—একদিন এই সংগঠন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে নেতৃত্বে।”
এই সময় সংগঠনটির বর্তমান নেতাকর্মীসহ বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।