তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিবেদন:
বিদেশ বিভুঁইয়ে বসেও এক টুকরো ‘মৌলভীবাজার’—এ যেন ছিল সেই দৃশ্য! লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজের প্রান্তরে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার সরকারি কলেজের এইচএসসি ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত মিলনমেলা।
সফল এই আয়োজনের পেছনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তাকিম আহমদ টিটু। একে একে মিলিত হন শতাধিক প্রাক্তন বন্ধু, যাঁরা আজ ছড়িয়ে রয়েছেন যুক্তরাজ্যের নানা প্রান্তে। উপস্থিত ছিলেন বায়জিদ আহমদ, শফিক রিপু, শাহনেওয়াজ সাজু, জাকির আহমদ, হায়াতুল ইসলাম রাহি, জুনাইদ আহমদ অনিক, আজিজ চৌধুরী, শাকিল আহমদ, রুহেল আহমদ, আফজাল নাহিদ, মাহিন আহমদসহ আরও অনেক মুখ, যাঁদের একত্রিত করেছিল শুধুই বন্ধুত্ব আর কলেজ জীবনের অমলিন স্মৃতি।
স্মৃতিমাখা সেই টাওয়ার ব্রিজের সামনে ব্যানার, টি-শার্ট আর উৎসবের সাজে ব্যাচমেটদের সেই দল যেন ছিল এক মুহূর্তের জন্য পুরনো দিনের সেই ক্যাম্পাসেরই প্রতিচ্ছবি।
এরপর মিলনমেলার দ্বিতীয় পর্ব জমে ওঠে হোয়াইট চ্যাপেলের জনপ্রিয় “রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে”—যেখানে ছিল কেক কাটা, আবেগঘন স্মৃতিচারণা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং একসাথে নৈশভোজ।
হাসি, আনন্দ আর হৃদয়ের গভীরে জমে থাকা কথাগুলো যেন একে একে ছুটে এসেছিল এই মিলনমেলায়। অনেকে আবার বললেন—এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং ছিল একটি “সম্মিলিত আবেগের উৎসব”, যেখানে স্মৃতি আর ভালোবাসা হাত ধরে হেঁটেছে।
এইচএসসি ১৪ ব্যাচের প্রাক্তনদের এই মিলনমেলা প্রমাণ করে দিয়েছে—বন্ধুত্ব আর স্মৃতি কখনো মুছে যায় না, তা শুধু সময়-সুযোগের অপেক্ষায় থাকে নতুন করে জেগে ওঠার জন্য।
এই মিলনমেলা হয়ে থাকুক ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা