৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর সদর থানা এলাকার গণধর্ষণ মামলার আসামী রাজা (২৭) কে ফরিদপুর কোতোয়ালিতে র‌্যাব-১০ গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বড় দোয়াল গ্রামের মোঃ নিলুর ছেলে।
জানা গেছে, গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় যুবতী (২২) তার বান্ধবীর সাথে আসামী মো: রাজা ও রিয়াজের মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। খাওয়া শেষে ফেরার পথে রাত সাড়ে ১০ টার সময় রাজবাড়ী সদর থানার মোহাম্মদপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় যুবতী নিজেই রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনায় গত ২৯ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ প্রেক্ষিতে  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই) রাত ১১ টার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গজারিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গণধর্ষণ মামলার আসামী মো: রাজাকে গ্রেপ্তার করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী থানায় শুক্রবার সকালে হস্তান্তর করা হয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top