২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে অবৈধ পথে আসা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযানে ভারতীয় পণ্যের বিশাল চালান জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে পরিচালিত এই অভিযানে সীমান্ত দিয়ে চোরাপথে আনা এসব পণ্য জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা ভারতীয় কাপড়, প্রসাধনী ও অন্যান্য বিলাসী সামগ্রী সীমান্তবর্তী অঞ্চল দিয়ে দীর্ঘদিন যাবত বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থানে রাখা বিশাল পরিমাণ পণ্য উদ্ধার করে। পণ্যের মধ্যে রয়েছে উচ্চমূল্যের ভারতীয় থ্রিপিস, শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, “এই অভিযান সীমান্ত এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top