২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর শুভ উদ্বোধন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাই ৩৬ কর্ণার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।জুলাই শহীদদের স্মরনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩য় তলায় জুলাই স্মৃতি সংবলিত এই বিশেষ কর্ণারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই ৩৬ কর্ণার শুধু একটি প্রতীকী স্থাপনা নয়, বরং এটি হবে মুক্তচিন্তা, গবেষণা এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে একাডেমিক ও সৃজনশীল কার্যক্রমে আরও সমৃদ্ধ হবেন।”

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী , কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা ‘জুলাই ৩৬ কর্ণার’-এর গুরুত্ব তুলে ধরে জানান, “এটি শিক্ষার্থীদের জন্য মুক্ত আড্ডা, সাংস্কৃতিক আয়োজন এবং মুক্তিযুদ্ধ ও সাহিত্যচর্চা সংক্রান্ত কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”

এসময় সকলের উপস্থিতিতে ফিতা কেটে এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা,পাশাপাশি অসুস্থদের সু্স্থতা কামানার লক্ষে বিশেষ মোনাজাত আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top