নিজস্ব প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ এক দফা ক্লাস শুরু করার ঘোষণা দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়।
প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জাগো নিউজকে জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্তও স্কুল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সিদ্ধান্ত জানানো হবে।” তিনি উল্লেখ করেন, গত রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক অবস্থা বিবেচনায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এখনও মানসিক ট্রমায় ভুগছেন। এছাড়া ঘটনাস্থলে প্রতিদিন উৎসুক জনতার ভিড় জমায়েত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যাদের অধিকাংশই শিক্ষার্থী। বেশ কয়েকজন দগ্ধ রোগী এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি পুনরায় চালুর আগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য কাউন্সেলিং ব্যবস্থা চালু করা হবে। এ বিষয়ে মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি টিম গঠনের কাজ চলছে।