ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার হওয়া শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র আবাসিক হলের ১০৯ নম্বর কক্ষ পরিদর্শন করেন তিনি। সোমবার (২৮ জুলাই) বিকেলে সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এর আগে গত ১৭ জুলাই হল পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের কাজে লন্ডন সফরে ছিলেন তিনি। আজ সকাল ১০ টায় ক্যাম্পাসে ফিরে তদন্ত কমিটির টিম সহ ঘটনাস্থল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় জানতে চাইলে তিনি বলেন, ‘আজ সকাল ১০ টায় ক্যাম্পাসে এসে উপ-উপাচার্য, ট্রেজারার সহ তদন্ত কমিটির টিম নিয়ে ঘটনাস্থলে আসলাম। আমরা তদন্ত কমিটির সাথে বসে আলোচনা করে খুব দ্রুত আপডেট দিতে পারব।