৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাকির হোসেন হাওলাদার, দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মূল আসামি মোঃ নাঈম হোসেন খাঁনকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল, গাজীপুরের র‌্যাব এবং বাসন থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অভিযান সফল হয়।​গ্রেপ্তারকৃত নাঈম হোসেন খাঁন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ রহমান খানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪শে জুন ২০২৫ তারিখে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুস তালুকদারের মেয়ে মরিওম বেগম বাদী হয়ে নাঈম হোসেন খাঁনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখ্য, মরিওম বেগমের বর্তমানে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

​দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, গ্রেপ্তারকৃত নাঈম হোসেন খাঁন এবং শিশুটির ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমেই সন্তানের পিতৃত্ব নিশ্চিত করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top