জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘র সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী,কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর। বিকাল সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সম্মুখে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কেক কেটে পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিকেল ৩.৪৫ মি. কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে ও মুহসিন তানজিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র সাংবাদিক সমিতির উপদেষ্টা মমিন উদ্দিন, সুজন কান্তি মালী সাবেক সভাপতি নুর মোহাম্মদ শাহীন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো: জান্নাতুক নাঈম জীবন, এনএফএস শিক্ষার্থী আজমীর হোসেন খান, এএনএসভিএম অনুষদের মোঃ মেহেদী হাসান,সাদত মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা ও ভাইস-চ্যান্সেলর।পরে প্রধান অতিথি সাংবাদিক কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অতিথিদের সন্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।