এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে বহুদলীয় প্ল্যাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই (সোমবার) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপএস প্রকল্পের সহযোগিতায় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর এম এ হাসানের সঞ্চালনায় ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা সভাপতি ইউসুফ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পরশুরাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোস্তফা, পরশুরাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম চৌধুরী সিরাজ, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিষ্পাকুস সামাদ রনি, শ্রী শ্রী মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির সভাপতি স্বপন কান্তি সাহা, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইউসুফ আলী, উপজেলা ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সহ সভাপতি সবির আহমেদ ফোরকান, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, নারী উদ্যোক্তা চুমকি কর্মকার, জোহরা আক্তার রুমা, রোশনা আক্তার রুমি প্রমুখ।
আরও বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান, সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।