মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি:
আমতলী পৌরসভা কালিবাড়ি ২নং ওয়ার্ড মহিলা কলেজের দক্ষিণ পাশে আছিয়া বেগমের বাড়িতে দীর্ঘদিন ধরে পতিতা ব্যাবসা পরিচালনা করছে। জানা যায় ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মেয়েদের এনে পতিতা বৃত্তি ব্যবসা আসছে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার চৌকস টিম অভিযান পরিচালন করে।
এই সময় বাড়ির মালিক ১)আছিয়া বেগম এবং ২)মোসা: লাকিদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।