৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

শহীদ সোহরাওয়ার্দী কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫

মোহাইমিনুল হাসান, ক্যাম্পাস প্রতিনিধি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ:

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। কলেজের ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। যুক্তিনির্ভর উপস্থাপনা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে তারা দর্শক ও বিচারকদের মন জয় করেন।

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং ডিবেটিং ক্লাবের প্রধান মডারেটর অধ্যাপক নাসিমা আক্তার।

উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন বলেন, “এই ধরনের সৃজনশীল ও গঠনমূলক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তোমরা নিজেদের দক্ষ করে তুলছো এবং একজন মানসম্মত নাগরিক হিসেবে গড়ে উঠছো। বিতর্কচর্চা তোমাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করছে।”

বিতর্ক পর্যালোচনা ও মূল্যায়নের দায়িত্বে ছিলেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম। বিচারকের দায়িত্ব পালন করেন তিনটি স্বনামধন্য কলেজের ডিবেটিং ক্লাবের সভাপতি:

মো. শাহাদাত হোসেন, ঢাকা কলেজ, হাবিবুল্লাহ রনি, তিতুমীর কলেজ, আজম খান, কবি নজরুল কলেজ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক ড. মোছা: আছমা আক্তার বেলী। আয়োজনে নেতৃত্ব দেন ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসিন মোল্লা, ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. নূরনবী।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, “বিতর্ক হলো ইতিবাচক চিন্তার অনুশীলন। আমি চাই আমাদের কলেজ আরও এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন হোক।”

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top