৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

জবিতে জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের আয়োজনে “জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫” এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে জবির সমাজকর্ম বিভাগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ হাসান রাসেল এবং সঞ্চালনায় ছিলেন ইসরাত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল্লাহ এবং সভাপতি মাইন আল মুবাশ্বির। এছাড়াও সমাজকর্ম বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান।

“যুক্তিযুদ্ধে সব্যসাচী, চেতনায় অনির্বাণ” স্লোগানকে ধারণ করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের ডিবেট টিম। গত ২৬ জুলাই ২০২৫ তারিখে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় এবং আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল পর্ব।

চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগের ডিবেটিং ক্লাবের মডারেটর জনাব ফরহাদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক মডারেটর ড. নিবেদিতা রায় এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাবেক মডারেটর ড. মামুনুর রশীদ শেখ।

ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফার্মেসি বিভাগ ডিবেট ক্লাব এবং রানার আপ হয় ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন হাফেজ আশিকুর রহমান এবং ডিবেটর অব দ্য ফাইনাল হন তানজিম পাটোয়ারী। ফার্মেসি বিভাগের চ্যাম্পিয়ন দলের বিতার্কিক ছিলেন তৌফিক, ইসমাঈল হোসেন সৌরভ ও তানজিম পাটোয়ারী। অন্যদিকে, ইসলামিক স্টাডিজ বিভাগের রানার আপ দলের হয়ে বিতর্ক করেন খাইরুল ইসলাম শাধিন, আশিকুর রহমান আকাশ ও আহমেদ রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিতার্কিকরা যুক্তি চর্চায় সমাজে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি বলেন, “জুলাইয়ের যে চেতনা, সেটাকে আমাদের দৃঢ়ভাবে ধারণ করতে হবে। জুলাই বিপ্লবের শহীদদের রক্তদান ও আত্মত্যাগকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ তরুণদের হাতে মূলোৎপাটিত হয়েছে, তাদের সেই সংগ্রামের লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top