৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ” কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল ও এএনএসভিএম অনুষদের ডিন বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

বুধবার( ৩০ জুন) সকাল ১০ টায় এএনএসভিএম অনুষদের অডিটরিয়ামে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সাথে ডিসিপ্লিনের শিক্ষকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ” কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রতিটি সেমিস্টারের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরবর্তীতে ছাত্রদের রাখা বিভিন্ন প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর দিতে ব্যর্থ হওয়ার অডিটরিয়াম থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে আসেন। মিছিল নিয়ে শিক্ষার্থীরা ডিন অফিসের সামনে আসেন এবং ডিন বরাবর স্বারকলিপি জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক লেভেল ৩ সেমিস্টার ১ এর শিক্ষার্থী বলেন,”প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। ভেটেরিনারি ও হাজবেন্ড্রি একে অপরের পরিপূরক। বর্তমানে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।”

নাম প্রকাশে অনিচ্ছুক লেভেল ৪ সেমিস্টার ১ এর এক শিক্ষার্থী বলেন,”দেশের লাইভস্টক সেক্টরের উন্নয়নের স্বার্থে এই আন্দোলন অতীব গুরুত্বপূর্ণ। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে এখান থেকে পিছুটানের সুযোগ নাই। আমরা আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডিন বরাবর স্বারকলিপি জমা দিয়েছি, আগামীকাল ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করবো। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।”

উল্লেখ্য,এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের সকল শিক্ষার্থীরা বুধবার (৩০ জুলাই) এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top