১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে হত্যা মামলার ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলাও দায়ের করে।

এরপর মামলাটির তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, ‘এই হত্যাকাণ্ডটি একটি অজ্ঞাত ব্যক্তি হত্যাকাণ্ড ছিল। কিন্তু পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে মামলাটির রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top