১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ প্রতীক্ষার পরও খোলা হয়নি সোহরাওয়ার্দী কলেজ ক্যান্টিন

মোহাইমিনুল হাসান,ক্যাম্পাস প্রতিনিধি:

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন চালু করার আশ্বাস থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।এর ফলে প্রতিদিন ক্লাস ও পরীক্ষার চাপে থাকা শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

কয়েক মাস আগে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল,কুরবানির ঈদের পরপরই চালু করা হবে ক্যান্টিন।ক্যান্টিন ব্যবস্থাপনার জন্য ওপেন টেন্ডারের মাধ্যমে নতুনভাবে হস্তান্তরের কথাও জানানো হয়েছিল।কিন্তু সব আশ্বাসের পরও এখন পর্যন্ত ক্যান্টিন খোলা হয়নি।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরমান বলেন,“সকালে ক্লাসে এসে দুপুর পর্যন্ত থাকতে হয়।ভরসা শুধু বাইরের দোকান।কিন্তু কলেজ ভেতরে যদি ক্যান্টিন চালু থাকতো,তাহলে আমরা স্বাস্থ্যসম্মত এবং সুলভ দামে খাবার পেতাম।”

বাংলা বিভাগের শিক্ষার্থী কামাল হোসেন বলেন,“পরীক্ষার সময় বা টানা ক্লাস থাকলে বাইরে গিয়ে খাওয়া বেশ সময়সাপেক্ষ। ক্যান্টিন না থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়ছি।”

সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায় এ প্রসঙ্গে জানান,“চলমান এইচএসসি পরীক্ষা ও নতুন বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষে আইন অনুযায়ী ওপেন টেন্ডারের মাধ্যমে ক্যান্টিন হস্তান্তর করা হবে।ক্যান্টিনে রান্নার কোনো ব্যবস্থা থাকবে না—তবে যিনি ক্যান্টিন পরিচালনা করবেন,তিনি প্রক্রিয়াজাত (প্রসেসিং) খাদ্য বিক্রি করতে পারবেন।নতুন বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই ক্যান্টিন চালু করা হবে।”

তবে শিক্ষার্থীরা বলছেন,আশ্বাস নয়,তারা দ্রুত ক্যান্টিন চালু দেখতে চান। যেন ক্লাসের ফাঁকে বা পরীক্ষার সময় একটু বিশ্রাম ও খাবারের সুযোগ পাওয়া যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top