মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ বাজার সংলগ্ন আকাশকুড়ি গ্রামে ১২ বছর আগে নিহত আবু বকর সিদ্দিকের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ জানায়, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর নীলফামারী আমলি আদালতে ২০২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তিনি অভিযোগ করেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, তবে সেটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হয়েছিল।

কবর খনন কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম, এসআই সজীব সাহা, নিহতের ছেলে লিটন রহমান ও উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ। মরদেহের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে লিটন রহমান বলেন, “তৎকালীন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছিল। আমরা ১২ বছর ধরে ন্যায়ের জন্য অপেক্ষা করছি। আশা করছি এবার সত্য উদঘাটন হবে।”
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ফরেনসিক রিপোর্ট মামলার তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        