১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান, দাবীর সাথে একমত ভিসি

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিতের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন (এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছেন।
৩১ জুলাই (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের মতো ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নিকট তাদের দাবি-দাওয়ার বিবরণ তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, দেশে বর্তমানে সাতটি বিশ্ববিদ্যালয়ে প্রাণী চিকিৎসা (ভেটেরিনারি সায়েন্স) ও প্রাণী উৎপাদন (এ্যানিমেল হাজবেন্ড্রি) বিষয়কে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি চালু রয়েছে।

এতে গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সকল পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ পবিপ্রবিতে এখনও পৃথক ডিগ্রি থাকায় পশুপালন বিভাগের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, যুগোপযোগী ও দক্ষতা ভিত্তিক কম্বাইন্ড ডিগ্রি চালুর মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। এর ফলে প্রাণিসম্পদ খাতে আরও গুণগত পরিবর্তন আসবে এবং দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

স্মারকলিপি গ্রহণ করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“তোমাদের এই দাবিটি সময়োপযোগী, যৌক্তিক ও বাস্তবভিত্তিক। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে ভেটেরিনারি সায়েন্স ও এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনকে সমন্বয় করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কম্বাইন্ড ডিগ্রি চালু করা অত্যন্ত প্রয়োজন। আমি তোমাদের দাবির প্রতি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে। তোমাদের স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রেরণ করা হবে। দেশের স্বার্থেই এই উদ্যোগ বাস্তবায়ন হওয়া দরকার। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পাঠদানে মনযোগী হওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, “একজন খামারির যেমন দক্ষ প্রাণীচিকিৎসকের প্রয়োজন, তেমনি প্রয়োজন উন্নত ব্যবস্থাপনার। এই দুই দিক একসঙ্গে শিখে দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য কম্বাইন্ড ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি। এতে প্রাণিসম্পদ খাত আরও আধুনিক ও বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়াবে এবং দেশ উপকৃত হবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ,রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মামুন অর রশীদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, প্রমুখ।

উল্লেখ্য, বুধবার থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। আজ দ্বিতীয় দিনেও তারা ক্লাস বর্জন করেব প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top