মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি অ্যাড. আবু মোঃ সোয়েম।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান খান রিনো, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, জুলাই-আগস্ট মাসকে কেন্দ্র করে বিএনপি ঘোষিত “গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” কর্মসূচির অংশ হিসেবে সারাদেশেই চলছে নানা আয়োজন।