২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

যে কারণে জাতিসংঘকে লাল কার্ড দেখালো নজরুলিয়ানরা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের জন্য নেওয়া উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘লাল কার্ড কর্মসূচি’ পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১ আগস্ট ২০২৫) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত শিক্ষার্থী উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন।এসময় হাতে লাল কার্ড তুলে ধরে স্লোগান দেন— “দালালি না মুক্তি”, “দিল্লি না ঢাকা”, “ওয়াশিংটন না ঢাকা”।

অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বক্তব্য, “এ কার্যালয় প্রতিষ্ঠিত হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাদের আশঙ্কা, বিদেশি প্রভাব ও আগ্রাসন বাড়বে এবং সামাজিক-ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ন হবে।”

বক্তারা বলেন, “ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ব্যর্থ হয়ে জাতিসংঘ ইতিমধ্যে তাদের দ্বিচারিতা প্রমাণ করেছে। মৃত্যুদণ্ড হ্রাসের মতো প্রস্তাব দেশে অপরাধ বৃদ্ধির কারণ হতে পারে বলেও তারা মন্তব্য করেন।”

শিক্ষার্থীরা দাবি, “বাংলাদেশে কোনো ভোগাস মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। জাতিসংঘ কার্যালয় এলে তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top