নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করায় ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। আজ ১ আগস্ট বাজারে এই ধসের প্রভাব পড়ে, যা বাংলাদেশকে মার্কিন বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে গেছে।
বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত। এই নতুন শুল্ক কাঠামো ভারতীয় গার্মেন্টস শিল্পের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পরপরই ভারতীয় শেয়ারবাজারে টেক্সটাইল সেক্টরের শীর্ষ কোম্পানিগুলোর শেয়ার মূল্য নিম্নমুখী হয়।
বাজারসূচি বিশ্লেষণে দেখা গেছে, কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩.২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২.৮ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক কাঠামো অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও পাকিস্তান (১৯ শতাংশ), ভিয়েতনাম (২০ শতাংশ) এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো আসিয়ান দেশগুলোর জন্য শুল্ক হ্রাস করা হয়েছে। তবে ভারতের জন্য ২৫ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে, যা দেশটির রপ্তানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
বাণিজ্য বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার হওয়ায়, বিশেষ করে টেক্সটাইল ও ইলেকট্রনিক্স খাতে ভারতীয় কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাদের মতে, ভারতের উচিত দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অনুকূল বাণিজ্য চুক্তি সম্পাদনের দিকে মনোনিবেশ করা, নতুবা রপ্তানি বাজারে তাদের অবস্থান দুর্বল হতে পারে।