জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :
বসুন্ধরা গ্রুপের মানবিক ও সমাজসেবামূলক সংগঠন বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখায় প্রথমবারের মতো আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামান এই কমিটির অনুমোদন দেন। বিশ্ববিদ্যালয়ের তিনজন গুণী শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং অধ্যাপক মো. আবুল বাশার খান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি সাব্বির হোসেন।
সদস্যসচিব হিসেবে রয়েছেন আবু সুফিয়ান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোবাশ্বের আলী, মো. তুহিন পারভেজ, মো. মোফাসেরুল হক তন্ময় এবং জহুর আলম।
কমিটির অন্য সদস্যরা হলেন- তাপসী রাবেয়া বসরি, ইসরাত জাহান ইভা, কামরুল ইসলাম, মো. মুহিব্বুল্লাহ হাওলাদার, মো. রাফসান হাবীব তালুকদার, হাবীবা খাতুন, আরশাদুল হক সাজিন, মোছা. তাসলিমা আক্তার, তাসদীদ হাসান, তাশিক মাহমুদ অমি, শেখ সালমান ফারসী, রিয়াদ, সাগর, মো. রাজিবুল ইসলাম, মোহাম্মদ খোকন, শুভ ভৌমিক, আবু মুসা সিয়াম, মো. জুবায়ের মাহমুদ এবং মো. শাওন।
নবনিযুক্ত সদস্যসচিব আবু সুফিয়ান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করে। পবিপ্রবি শাখার নবগঠিত কমিটি সমাজসেবামূলক ও মানবিক কাজ আরো গতিশীলভাবে পরিচালনা করবে—এটাই আমাদের অঙ্গীকার।’
আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, ‘শুভ কাজে, সবার পাশে- এই স্লোগানকে ধারণ করে আমরা একটি মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে কাজ করব। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ক্যাম্পাস গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’
উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যে নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক সচেতনতার মাপকাঠিতে প্রস্তুত করে তুলছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আমি গর্বিত যে এই নৈতিক অভিযাত্রার অংশ হতে পেরেছি। বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি হচ্ছে মূল্যবোধনির্ভর সামাজিক আন্দোলন, যার মূল ভিত্তি সততা, মানবতা ও নৈতিকতা। এই আন্দোলনের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে দেশের ইতিবাচক পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে কাজ করবে, এমনটাই আমার বিশ্বাস। আজকের ছাত্র-ছাত্রীদের মাঝে যদি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব, দায়িত্বশীলতা ও জাতি গঠনের প্রেরণা জাগ্রত করা যায়—তবে আগামী দিনের বাংলাদেশ হয়ে উঠবে আরো আলোকিত, আরো মানবিক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ সেই আলোকবর্তিকা হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।