নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর সফল আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ভূমিকার প্রশংসা করেছেন। শুক্রবার (১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টের মাধ্যমে তিনি এই অভিমত প্রকাশ করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জ্বালানি উপদেষ্টা বলেন, “দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনা – প্রতিটি ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা তার যোগ্যতা প্রমাণ করেছেন এবং সমালোচকদের হতাশ করেছেন।” তিনি বশিরউদ্দীনকে ‘আমাদের অসাধারণ বাণিজ্য উপদেষ্টা’ বলে অভিহিত করেন।
জ্বালানি উপদেষ্টা তার পোস্টে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার স্মৃতিচারণ করে বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশে সম্ভাব্য বাণিজ্য উপদেষ্টা পদে কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব পাই। ফোনে বশিরউদ্দীনকে প্রথমে ভোলায় পাই, যেখানে তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। পরে তিনি আমার অফিসে আসেন।”
তিনি আরও লেখেন, “যদিও আমাদের পূর্ব পরিচয় ছিল না,但我们 এক ঘণ্টা খোলামেলা আলোচনা হয়। তিনি আমার অফিসের নাশতা গ্রহণে বিনয় দেখালেও, আমি তার মধ্যে দেশপ্রেম, যুক্তিহীন বিষয়ে অনমনীয় অবস্থান এবং জটিল তথ্য সহজে বিশ্লেষণের অসাধারণ দক্ষতা দেখতে পাই।” এই গুণাবলীর কারণে তিনি প্রধান উপদেষ্টাকে বশিরউদ্দীনকে নিয়োগের সুপারিশ করেন।
জ্বালানি উপদেষ্টার মতে, বাণিজ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই দেশসেবা চালিয়ে যেতে পারবেন। তিনি তার পোস্টে বশিরউদ্দীনের জন্য দীর্ঘায়ু কামনা করে বলেন, “আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন।”
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর সফল আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।