নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১,৩৮২ জনকে গ্রেফতার করেছে। শনিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে মামলা ও ওয়ারেন্টভিত্তিক অভিযানে ৮০১ জনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় আরও ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ দুটি ওয়ান শুটারগান, পিস্তল, রিভলবার, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রও জব্দ করেছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।