নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার ঢাকার ইআরডি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “এই কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্যে যান্ত্রিক, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কৃষি খাতের মতো পাঁচটি প্রযুক্তি ক্লাস্টারে বিশেষ গুরুত্ব দেবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম’-এর আওতায় এই তহবিল ঢাকার বাইরের অনুন্নত অঞ্চলে আধুনিক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। এছাড়া শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে। কর্মসূচির মাধ্যমে কমপক্ষে ১০ হাজার শিক্ষক প্রশিক্ষণ পাবেন, যা পরোক্ষভাবে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে কাজ করা একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা। এই চুক্তি বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি সরবরাহের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।