মোঃ ফাহিম ,পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা বর্জন করে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিবার(৩ আগস্ট) সকাল ১০.৩০ টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে এএনএসভিএম অনুষদের অডিটরিয়াম থেকে নিউ একাডেমিক ভবনে সামনে এসে জড়ো হয়। বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন কতোটা যুক্তিযুক্ত তা নিয়ে লেভেল-৩ সেমিস্টার ১ এর শিক্ষার্থী আবু বরকতুল্লাহ বলেন,”প্রাণীসম্পদের বৃহৎ স্বার্থে এএইচ এবং ডিভিএম এর কম্বাইন্ড ডিগ্রি এর বিকল্প নেই এজন্যই মূলত আমাদের এই অবস্থান কর্মসূচি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাবো।”
লেভেল -৩ সেমিস্টার ১ এর অন্য এক শিক্ষার্থী রুফাইদা জেরিন বলেন,”নারী ক্ষমতায়ন এবং সরকারি চাকরির সুবিধার্থে বর্তমানে কম্বাইন্ড ডিগ্রির বিকল্প আর কিছুই হতে পারেনা। শুধুমাত্র এএইচ এর চাকরীর খাত যেমন কমছে তেমন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।