৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু আজ,আসন কমে গেছে প্রায় অর্ধেক

মোহাইমিনুল হাসান, ক্যাম্পাস প্রতিনিধি:

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তির আবেদন শুরু হয়েছে আজ, রবিবার (৩ আগস্ট)। একই দিনে প্রকাশিত হয়েছে এ বছরের বিভাগভিত্তিক আসন সংখ্যা।

তথ্য অনুযায়ী,বিজ্ঞান,বাণিজ্য ও মানবিক—এই তিনটি বিভাগেই গত বছরের তুলনায় আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

বিজ্ঞান বিভাগে পূর্বের ৬,৫৫০টি আসন থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ৪,৭৭৩টি। হ্রাস পেয়েছে ১,৭৭৭টি আসন, শতাংশে যা ২৭.১৩%। বাণিজ্য বিভাগে পূর্বের ৫,৩১০টি আসন বর্তমানে ১,৮৮৫টি। হ্রাস পেয়েছে ৩,৪২৫টি আসন, শতাংশে যা ৬৪.৫২%। মানবিক বিভাগে পূর্বের ৯,৭০৩টি আসন থেকে কমে দাঁড়িয়েছে ৪,৪৯২টি। হ্রাস ৫,২১১টি, শতাংশে যা ৫৩.৭১%।

এছাড়া প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি সাতটি কলেজের কলেজভিত্তিক আসন সংখ্যাও প্রকাশ করা হয়েছে:

ঢাকা কলেজ – ৬৮১টি

ইডেন মহিলা কলেজ – ৭৮৫টি

তিতুমীর কলেজ – ৭৬৫টি

সরকারি বাঙলা কলেজ – ৬৭৪টি

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ – ৫৯৩টি

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ – ৪৫৬টি

কবি নজরুল সরকারি কলেজ – ৫২৯টি

ভর্তি পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।

কলা ও সামাজিক বিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট ২০২৫, শনিবার, যথাক্রমে সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top