ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিজিটাল প্লাটফর্মে ডকুমেন্টেশন প্রদর্শন করা হয়েছে। এ সময় জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাইয়ের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।
সোমবার (৪ আগস্ট) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নিচে জুলাই-আগস্ট ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটি এ প্রদর্শনী আয়োজন করে।জানা যায় এদিন এ প্রদর্শনী সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও জুলাই প্রথম বার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মো. শাহিনুজ্জামান ও কমিটির উপদেষ্টা সদস্য অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন,অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকে এই ডিজিটাল ডকুমেন্টারি আমাদের হৃদয়ে সংগ্রহশালার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় আজীবন থাকবে। যা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং নতুন যারা আসবে সবাই জুলাই বিপ্লবকে দেখবে এবং ধারণ করবে। ফ্যাসিস্ট রিজ্যম নির্মুল করার জন্য ছাত্রজনতা যে অবদান রেখেছিল তা বিজয়েরই একটা অংশ। এটি আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ এবং প্রেরণা। জুলাই আগস্টের বিপ্লব’ই হলো আগামী দিনের পথ নির্দেশক। আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়বো, ফ্যাসিস্টকে আর ফিরতে দেব না।বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ও সুশিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে এই বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোলডারের কাছে আমি দাবি জানাই।