নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্তাধীন মামলায় রিকোয়েস্টের ভিত্তিতে ডিবি এই অভিযান চালায়। বর্তমানে গ্রেফতারকৃত সাবেক উপাচার্যকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে তহবিল আত্মসাতের অভিযোগে দুদক এই মামলা দায়ের করে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম এবং দুই ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এমএম হাবিবুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি লঙ্ঘন করে নকশা পরিবর্তন করেছেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৩০ কোটির বেশি টাকার চুক্তি করেছেন। এছাড়া ঠিকাদারের নিরাপত্তা জামানতের টাকা এফডিআর হিসেবে ব্যাংকে জমা রেখে তা থেকে ঋণ দেওয়ার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ প্রদান করে সরকারি ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের অভিযোগপত্র অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত না করে ব্যক্তিগত সুবিধা আদায় করেছেন। এই মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত সাবেক উপাচার্যের জিজ্ঞাসাবাদ থেকে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নজরদারি বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।