নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগে সেনাবাহিনীর হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান জানান, মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সুমাইয়াকে গ্রেফতার করা হয়েছে। ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। তিনি বলেন, “এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।”
গত বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) সুমাইয়াকে তাদের হেফাজতে নেয়। অভিযোগ রয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় মেজর সাদিকের সঙ্গে সুমাইয়াও উপস্থিত থাকতেন।
এর আগে সেনাবাহিনী মেজর সাদিককে গ্রেফতার করে। ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগসহ ২৮ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, সুমাইয়া জাফরিনের জিজ্ঞাসাবাদ থেকে এই নেটওয়ার্কের বিস্তৃত তথ্য পাওয়া যেতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় দেশের নিরাপত্তা মহলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডই সহ্য করা হবে না।