৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৭ হিজরি

খোকসায় বিশেষ অভিযানে চুরি ও মাদক মামলার ৮ আসামি গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া খোকসা প্রতিনিধি:

খোকসা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানের অংশ হিসেবে চুরি, মাদক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে খোকসা থানাধীন মোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে খোকসা থানার চুরি সংক্রান্ত মামলা (মামলা নং-০১) দুই আসামিকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার চিথলিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২২) আরেক ব্যাক্তি হলেন একই থানা এলাকার চক ধুবইল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোঃ বাবুল আলী (৪৫) অপরদিকে, একই তারিখে খোকসা থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আরও ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, খোকসা শোমসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন (১৮)। শোমসপুর গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে মোঃ আবির হোসেন দৃশ্য, শোমসপুর গ্রামের মোঃ আসাদ মুন্সির ছেলে মোঃ আমান মুন্সি আমান (১৩), জানিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মনোয়ার হোসেন, সাতপাখিয়া গ্রামের মোঃ আনছার শেখের ছেলে মোঃ সাইদুর শেখ, মাসুলিয়া গ্রামের মোঃ আদম আলীর ছেলে মোঃ আশাদুল।

সকলেই থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া অন্তর্ভুক্ত খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top