রুবেল ফরাজী, নিজস্ব প্রতিবেদক:
গত শুক্রবার জুমার নামাজ শেষে মিরপুর শাহ আলী মাজার শরিফ প্রাঙ্গণে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল জনগণের উদ্দেশে ঘোষণা দেন— “প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেওয়া হবে। মাদক, চাঁদাবাজি, রাহাজানি, কিশোর গ্যাং ও অবৈধ দখলবাজির অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তারই ধারাবাহিকতায় গতকাল (০৯ আগস্ট ২০২৫) রাত ১১টা ৩০ মিনিটে পাপেল ভাইয়ের নির্দেশনায় দারুস সালাম শ্রমিকদলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজের নেতৃত্বে, শ্রমিকদলের নেতাকর্মীদের সহযোগিতায় মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন ১ নং শামসুন ভবন মাদবর পট্টি (লেগুনা স্ট্যান্ড) এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো— মো: আলী, সজীব ওরফে টুন্ডা সজীব।
তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার দণ্ড (সাইকেলের প্যাডেল) এবং ১টি ধারালো কেচি উদ্ধার করা হয়। আটক অভিযানে সহায়তা করে লেগুনা মালিক সমিতির সদস্যরা।
আটকের পর দারুস সালাম সেনা ক্যাম্পকে অবহিত করে দারুস সালাম থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
দারুস সালাম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এই কিশোর গ্যাংয়ের আরও সদস্য লুকিয়ে আছে, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক, ছিনতাই, ডাকাতি এবং বিভিন্ন অবৈধ কার্যকলাপে জড়িত। এছাড়া তারা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশ করে নিজেদের আধিপত্য প্রদর্শন করত।
এলাকাবাসী পাপেল ভাইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অপরাধ দমনে এই ধরনের পদক্ষেপে সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে