নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রামপুরায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা থানার পাশে পুলিশের গুলিতে ৬ বছরের শিশু বাসিত খান মুসা এবং তার দাদি মায়া ইসলামসহ ২৩ জন নিহত হন। একই দিন আমির হোসেন নামে এক যুবককে নির্মাণাধীন ভবন থেকে ঝুলে থাকা অবস্থায় ৬টি গুলি করে হত্যা করা হয়।
প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান, তদন্তে হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশ সংবলিত অডিও প্রমাণ উদ্ধার করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট নির্ধারিত হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাবিবুর রহমান ঢাকায় গণ-অভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকাণ্ড চালান। ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে আরও ৬ জন নিহত হন।
গ্রেফতারি পরোয়ানা পাওয়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, শুধু রামপুরা এলাকাতেই পুলিশ ১ হাজার ৭০২ রাউন্ড গুলি ছুড়েছিল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।