১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

রায়হান হত্যা মামলায় আসামি এসআই আকবর জামিনে মুক্তি পেলেন

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি সহকারী পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের জামিন আদেশ নিম্ন আদালত হয়ে রোববার কারাগারে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হানকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রায়হানের স্ত্রীর করা মামলায় পিবিআই তদন্তে পুলিশি নির্যাতনের সত্যতা পাওয়া যায়।

২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে দাখিল করা অভিযোগপত্রে এসআই আকবরকে প্রধান আসামি করা হয়। এ মামলায় আরও পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত এসআই আকবর সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

এই মামলায় এখনও চলছে বিচারিক প্রক্রিয়া। রায়হানের পরিবারের পক্ষ থেকে আইনী লড়াই অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top