নিজস্ব প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আওয়মী স্বৈরাচারের দোসর জেড আই খান পান্না ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন। রোববার (১০ আগস্ট) রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি এই আবেদন করেন।
পান্না বলেন, “১৫ আগস্ট জাতির জন্য একটি শোকের দিন। যেখানে আছেন, কালো ব্যাজ বা পোশাক পরিধান করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং পরিবারের ১৬ সদস্য ও দুই সহযোদ্ধা কর্নেল জামিল ও রিন্টুর আত্মার মাগফিরাত কামনা করুন।” তিনি বিশেষভাবে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সেরনিয়াবাত পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে সকলকে তাদের জন্য দোয়া করতে বলেন।
তিনি আরও যোগ করেন, “বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা যিনি পাকিস্তানি শাসনামলে ১৭ বছর কারাগারে কাটিয়েছেন। তার রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ।” পান্না স্পষ্ট করেন যে শোক প্রকাশের জন্য অবশ্যই ৩২ নম্বর বা কবরস্থানে যেতে হবে এমন নয়, বাড়িতে বসেও আন্তরিকতা সহকারে দোয়া করা যেতে পারে।
‘মঞ্চ ৭১’ এর এই সমন্বয়কারী তার বক্তব্যে বলেন, “যারা ‘জয় বাংলা’ স্লোগান এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানেন, তারা অন্তরের শ্রদ্ধা জানাতে প্রতিদিনই তাদের জন্য দোয়া করতে পারেন। নামাজের সময় বিশেষভাবে স্মরণ করাই যথেষ্ট।”